বিপিএলে কে কোন দলে
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-09-30 22:38:21.0 BdST
Updated: 2016-10-01 14:20:38.0 BdST
দেশের তারকা সাত ক্রিকেটারের দল নির্ধারিত হয়েছিল আগেই। গত আসর থেকে ধরে রাখা দুজন করে ক্রিকেটারের তালিকাও আগেই দিয়েছিল দলগুলি। পাশাপাশি প্লেয়ার্স ড্রাফটের বাইরে অনেক বিদেশি ক্রিকেটারকে নিশ্চিত করে তারা। বাকি ক্রিকেটারদের বেছে নেওয়া হলো শুক্রবার সন্ধ্যায়।
চোখ বুলিয়ে নেওয়া যাক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসলে কোন দলের চিত্র দাঁড়াল কেমন।কুমিল্লা ভিক্টোরিয়ান্স
‘এ’ প্লাস: মাশরাফি বিন মুর্তজা
গত আসর থেকে ধরে রাখা: ইমরুল কায়েস, লিটন দাস।
দেশি: আল আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসিমউদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।
বিদেশি: সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, খালিদ লতিফ, শাহজাইব হাসান, জেসন হোল্ডার, রশিদ খান, রোভম্যান পাওয়েল।
বরিশাল বুলস
‘এ’ প্লাস: মুশফিকুর রহিম
গত আসর থেকে ধরে রাখা: আল আমিন হোসেন, তাইজুল ইসলাম।
দেশি: শামসুর রহমান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, মনির হোসেন খান, শাহরিয়ার নাফীস।
বিদেশি: দিলশান মুনাবিরা, মোহাম্মদ নওয়াজ, কার্লোস ব্র্যাথওয়েইট, জশুয়া কব, রুম্মান রাইস খান।
রংপুর রাইডার্স
‘এ’ প্লাস: সৌম্য সরকার
গত আসর থেকে ধরে রাখা: আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন।
দেশি: রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।
বিদেশি: শহিদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্রা সেনানায়েকে, জিহান রুপাসিংহে।
ঢাকা ডায়নামাইটস
‘এ’ প্লাস: সাকিব আল হাসান
গত আসর থেকে ধরে রাখা: নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন।
দেশি: সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার।
বিদেশি: কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারা, সিকুগে প্রসন্ন, ওয়েইন পার্নেল, উসামা মির।
চিটাগং ভাইকিংস
‘এ’ প্লাস: তামিম ইকবাল।
গত আসর থেকে ধরে রাখা: তাসকিন আহমেদ, এনামুল হক।
দেশি: আব্দুর রাজ্জাক, শুভাশীষ রায়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলাইন সজীব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন
বিদেশি: ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ নবি, গ্রান্ট এলিয়ট, ইমরান খান, জিবন মেন্ডিস, টিমাল মিলস।
খুলনা টাইটানস
‘এ’ প্লাস: মাহমুদউল্লাহ
দেশি: মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আব্দুল মজিদ, অলক কাপালী, মোহাম্মদ হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নুর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান, আব্দুল হালিম
বিদেশি: নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, বেন লফলিন, আন্দ্রে ফ্লেচার, জুনাইদ খান।
রাজশাহী কিংস
‘এ’ প্লাস: সাব্বির রহমান
দেশি: নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, আবুল হাসান, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন।
বিদেশি: ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।

About Admin MC3
This is dummy text. It is not meant to be read. Accordingly, it is difficult to figure out when to end it. But then, this is dummy text. It is not meant to be read. Period.
ConversionConversion EmoticonEmoticon