বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা-সামর্থ্য, সামগ্রিক উন্নতি আর মানের গভীরতায় মুগ্ধ কুমার সাঙ্গাকারা। তবে আপাতত মুগ্ধতার রেশ ধরে এসেছে একটি শঙ্কাও। সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এই বাংলাদেশের সামনে নিজ দেশের সম্ভাবনা নিয়ে যথেষ্টই সংশয় আছে লঙ্কান কিংবদন্তির।
দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটে সাঙ্গাকারা বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে
পেয়েছেন অনেকবার। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে বিপিএল খেললেন টানা দুবার।
বাংলাদেশের ক্রিকেটকে চেনেন তাই খুব ভালোভাবেই। ধুঁকতে থাকা বাংলাদেশকে
যেমন দেখেছেন, দেখেছেন উন্নতির পথে থাকা বাংলাদেশকেও। বিপিএল খেলার
অভিজ্ঞতায় ধারণা হলো জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার সম্পর্কেও।
বিপিএলের ফাইনালে ম্যাচ সেরা তিনি। কিন্তু সাঙ্গাকারা উচ্ছ্বসিত বাংলাদেশের উন্নতি আর প্রতিভার গভীরতা নিয়ে।
“বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা কতটা দারুণ, এটা দেখে আমি খানিকটা শঙ্কিত। আমি জানি, কিছু দিন পরই বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে। আমাদের জন্য সিরিজটি হবে খুব্ কঠিন। বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। ফাস্ট বোলারদের রসদ, স্পিনারদের রসদ, সবই অনেক সমৃদ্ধ। দারুণ সব তরুণ ব্যাটসম্যানও আছে।”
সাঙ্গাকারাকে অবাক করেছে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিও।
“বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসে অনেক পরিবর্তন এসেছে। ছেলেদের অনেককেই দেখছি দারুণ ছিপছিপে হয়ে উঠেছে, অনেক শক্তিশালী এখন। বিশেষ করে সীমিত ওভারের জন্য দারুণ সব ক্রিকেটার আছে এখন। সবাইকে এখন টেস্টে আরও উন্নতির চেষ্টা করতে হবে। আশা করি আরও অনেক ইতিবাচক কিছু হবে বাংলাদেশের ক্রিকেটে।”
বিপিএলের ফাইনালে ম্যাচ সেরা তিনি। কিন্তু সাঙ্গাকারা উচ্ছ্বসিত বাংলাদেশের উন্নতি আর প্রতিভার গভীরতা নিয়ে।
“বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা কতটা দারুণ, এটা দেখে আমি খানিকটা শঙ্কিত। আমি জানি, কিছু দিন পরই বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে। আমাদের জন্য সিরিজটি হবে খুব্ কঠিন। বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। ফাস্ট বোলারদের রসদ, স্পিনারদের রসদ, সবই অনেক সমৃদ্ধ। দারুণ সব তরুণ ব্যাটসম্যানও আছে।”
সাঙ্গাকারাকে অবাক করেছে বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিও।
“বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসে অনেক পরিবর্তন এসেছে। ছেলেদের অনেককেই দেখছি দারুণ ছিপছিপে হয়ে উঠেছে, অনেক শক্তিশালী এখন। বিশেষ করে সীমিত ওভারের জন্য দারুণ সব ক্রিকেটার আছে এখন। সবাইকে এখন টেস্টে আরও উন্নতির চেষ্টা করতে হবে। আশা করি আরও অনেক ইতিবাচক কিছু হবে বাংলাদেশের ক্রিকেটে।”

About Admin MC3
This is dummy text. It is not meant to be read. Accordingly, it is difficult to figure out when to end it. But then, this is dummy text. It is not meant to be read. Period.
Related Post
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
ConversionConversion EmoticonEmoticon