দারুণ সেঞ্চুরিতে রেকর্ডের পাতায় জয়ন্ত

X

ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি করেছেন জয়ন্ত। দিন শুরু করেছিলেন ৩০ রান নিয়ে। প্রথম সেশনে শট খেলেছেন ও রান করেছেন বিরাট কোহলির সঙ্গে পাল্লা দিয়ে। লাঞ্চে গিয়েছিলেন ৯২ রান নিয়ে। লাঞ্চের পরপরই ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক।
Previous
Next Post »